ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ ইয়াকুব (৩০) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৩ অক্টোবর) ভোরে ওই মাদককারবারিকে আটক করা হয়। ইয়াকুব শাহপরীরদ্বীপের কোণারপাড়ার হোসেনের ছেলে।

র‌্যাব-১৫’র টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহাতাব বাংলানিউজকে জানান, কয়েকজন মাদককারবারি ইয়াবা বেচা-কেনার জন্য শাহপরীরদ্বীপের ইয়াকুবের বসতঘরে অবস্থান করছেন। এমন গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ২০ হাজার ইয়াবাসহ ইয়াকুবকে আটক করা হয়।

তিনি আরও জানান, ইয়াকুবকে থানায় হস্তান্তর আগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।