মঙ্গলবার (২২ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার রায়পুর থেকে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- কলারোয়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইকরামুল ইসলামের ছেলে আফতাবুজ্জামান (২০) ও একই উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের মোশারফ গাজীর ছেলে শাওন হোসেন (২৩)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রায়পুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে চার কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
আরএ