বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিভাগীয় সমাবেশে এ তথ্য জানানো হয়। প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, সহকারী শিক্ষকের বেতন বৈষম্য নিরসনে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিবেসে এ সমাবেশের আয়োজন করা হয়।
শিক্ষক নেতারা জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে বিভিন্ন আন্দোলন, কর্মসূচি চলছে। এর ফলশ্রুতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। যা সহকারী শিক্ষকদের কাম্য নয়। একইসঙ্গে অর্থ মন্ত্রণালয় এই প্রস্তাবটি প্রত্যাখান করেছে। তবে দাবি না মানলে ২৬ ডিসেম্বরের মহা-সমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিনের সভাপত্বিতে সমাবেশে বক্তব্য দেন- শাহীনূর আক্তার, মো. এনামুল হক, মো. শাহাবুদ্দীন মিয়া, মো. আমিনুল হক, কবির হোসেন, সাজ্জাদুর রহমান খোশনবীস, আব্দুর রউফ শাহীন, মনসুর আলম টিপু, ইদ্রিস আলী, হারুন অর রশিদ, মো. ইলিয়াস হোসেন, শামিমা আক্তার, মো. মাহমুদুল হাসান, মোকাম্মেল, পারভীন আক্তার, জসিম উদ্দীন, শিউলী মিত্রসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
পিএস/ওএইচ/