ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আসিয়ান সামিটে রোহিঙ্গা ইস্যু তুলবে সিঙ্গাপুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
আসিয়ান সামিটে রোহিঙ্গা ইস্যু তুলবে সিঙ্গাপুর রোহিঙ্গা, ছবি: সংগৃহীত

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে সিঙ্গাপুরের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুর জানিয়েছে, পরবর্তী আসিয়ান সামিটে দেশটি এ নিয়ে আলোচনা করবে।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের একটি বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বৈঠক করে।

বৈঠকে রোহিঙ্গা সংকট তুলে ধরে বাংলাদেশের প্রতিনিধি দল। পরে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, ব্যাংককের পরবর্তী আসিয়ান সামিটে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে সিঙ্গাপুর।

বাংলাদেশের এই প্রতিনিধি রয়েছেন সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ, কাজী নাবিল আহমেদ ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।