সিরাজগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে সিরাজগঞ্জের ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার বাংলানিউজকে জানান, বুধবার (২৩ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে আটক করা হয়।
জব্দ করা হয় ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ। পরে আটক ১২ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদনণ্ড দেন বিচারক।
জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।