ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন মাদারীপুরের আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন মাদারীপুরের আলম

মাদারীপুর: ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় এ ঘোষণা দেওয়া হয়। পরে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান তার হাতে পুরস্কার তুলে দেন।

এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান ও জিহাদুল কবির এবং মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসানসহ ঢাকা রেঞ্জের পুলিশের বিভিন্নস্থরের ঊর্ধ্বতন  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং, শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ মাদারীপুর সদর মডেল থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সওগাতুল আলম শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

সওগাতুল আলম ওসি হিসেবে গত ১৭ জুন মাদারীপুর সদর মডেল থানায় যোগ দেন। তিনি কিশোরগঞ্জে ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।