বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শোভন খান বাংলানিউজকে এ তথ্য জানান।
আটকরা হলেন- নেত্রকোনার বারহাট্টা উপজেলার দশধার গ্রামের বাসিন্দা আহলাদ মিয়া (৪০) ও একই এলাকার ইছব আলীর ছেলে জুলহাস (২০)।
শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যান থামানো হয়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ১২ কেজি গাঁজাসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমআরএ/এসআরএস