ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

খুলনা: খুলনার বেসরকারি সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইব্রাহিম শেখ (৭৭) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামে।

ইব্রাহিম শেখের ছেলে ইবনুল হাসান মিনার জানান, জ্বর ও শ্বাসকষ্ট হাওয়ায় গত মঙ্গলবার (২২ অক্টোবর) তার বাবাকে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে গত বুধবার (২৩ অক্টোবর) রাতে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা করার পর চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে তার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি মারা যান। তিনি বাড়ি থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে পরিবারের সদস্যরা জানান।  

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ নিয়ে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২২ জনের মৃত্যু হয়েছে। খুলনায় সর্বপ্রথম ডেঙ্গু আক্রান্ত মর্জিনা বেগম নামে যে রোগী মারা গিয়েছিলেন তিনিও দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।