ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় নিজ কক্ষ থেকে পারভেজ হোসেন সোহাগ (২৬) ও সাদিয়া (২৩) নামে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পোশাক শ্রমিক পারভেজ হোসেন সোহাগ বাগেরহাটের কুলাদাইল গ্রামের মৃত মোস্তফার ছেলে এবং তার স্ত্রী খুলনার রূপসা থানার ময়ইহাটি গ্রামের মনু মিয়ার মেয়ে সাদিয়া (২৩)।

তারা একবছর আগে বিয়ে করেছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে দড়ি বেঁধে ফাঁস এই দম্পতি। সকালে তারা কক্ষের দরজা না খুললে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ কক্ষে ঢুকে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই তারা আত্নহত্যা করতে পারে। তবে তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।