শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পোশাক শ্রমিক পারভেজ হোসেন সোহাগ বাগেরহাটের কুলাদাইল গ্রামের মৃত মোস্তফার ছেলে এবং তার স্ত্রী খুলনার রূপসা থানার ময়ইহাটি গ্রামের মনু মিয়ার মেয়ে সাদিয়া (২৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে দড়ি বেঁধে ফাঁস এই দম্পতি। সকালে তারা কক্ষের দরজা না খুললে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ কক্ষে ঢুকে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই তারা আত্নহত্যা করতে পারে। তবে তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসএইচ