শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার সরাই হাজীপুর গ্রামের আব্দুল হামিদ খাঁর মেয়ে শিউলী ও হাসপাতালে নেওয়ার পথে একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিপাপাড়া গ্রামের জেল হোসেনের মৃত্যু হয়।
আহতরা হলেন- একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিপাপাড়া গ্রামের সাহেদ আলী (৬৩), আব্দুস ছালাম (৩০) ও জুবায়ের (১৫)।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব
বাংলানিউজকে জানান, যাত্রীবাহী একটি ভ্যানগাড়ি কামারপাড়া ব্রিজ এলাকা থেকে থানা রোডের দিকে যাচ্ছিল। এ সময় বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিউলি খাতুন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চার ভ্যানযাত্রীকে উদ্ধার করে। এদের মধ্যে জেল হোসেন ও সাহেদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। পথে জেল হোসেনে মৃত্যু হয়েছে বলে শুনেছি।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসএইচ