ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুল আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুল আর নেই

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুল হক (ফিটু) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিবাগ নিবাসীমৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



মরহুমার জানাজার নামাজ বিকেল সাড়ে ৪টায় মৃধাপাড়া গোরস্থানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই দাফন করা হবে।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুল হক (ফিটু) বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা ছিলেন। এ ছাড়াও তিনি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে কলেজ প্রতিষ্ঠা করেন।  

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।