ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে একাধিক মামলার আসামি গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
সাভারে একাধিক মামলার আসামি গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারে হাতকড়াসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি কৃষ্ণ পালকে (২৯) আধঘণ্টার মধ্যে আবারও গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে সাভার গার্লস স্কুল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় আনার সময় সাভারের নামাবাজার থেকে কৃষ্ণ পালিয়ে যান।

কৃষ্ণ পাল সাভার গার্লস স্কুল রোডের পাল পাড়ার নকুল পালের ছেলে।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বাংলানিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণ পালকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে থানায় নেওয়ার সময় সাভারের নামাবাজার এলাকায় আসলে হাতকড়াসহ পালিয়ে যান কৃষ্ণ পাল। পরে বাজারটি ঘিরে রেখে আধাঘণ্টা অভিযান চালানোর পর তাকে আবারো গ্রেফতার করা হয়।

মাদক, হত্যাসহ একাধিক মামলার আসামি কৃষ্ণ পাল। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।