শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে যশোর-ঝিনাইদহ সড়কের মানিকদিহি আমবাগানের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটক চার ডাকাত হলেন- যশোর শহরের কারবালা খ্রিস্টানপাড়ার দানিয়েল বল্লভের ছেলে মুক্তি বল্লভ (২০), শহরতলীর হামিদপুর গ্রামের ওমর ফারুকের ছেলে আলী আহম্মদ (২০), শেখ হাটির ইমরান হোসেন অভি (১৯) ও মোল্যাপাড়ার হাসিব হোসেন (১৯)।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ডাকাতির প্রস্তুতিকালে যশোর-ঝিনাইদহ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
ইউজি/আরবি/