ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় নাঈম জোয়ার্দার টিপু (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নাঈম চুয়াডাঙ্গা শহরের মৃত মোতালেব জোয়ার্দারের ছেলে ও শহরের অবকাশ আবাসিক হোটেলের মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে শহরের রেলবাজার পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক টিপুকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।