শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাদের আটক করে।
আটক আসামিরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের মৃত আছের আলী গাজীর ছেলে রাজু হোসেন (২৪), ভবেরবেড় গ্রামের মৃত সাঈদ সর্দারের ছেলে মুজিবর রহমান (৩২), একই গ্রামের মৃত জানে আলম কবিরাজের ছেলে নজরুল ইসলাম নজু (৩৫), আব্দুল ওহাবের ছেলে তৈহিদ (৩৫), মৃত আলতাব গাজীর ছেলে আলামিন (২৫), আক্কাস আলীর ছেলে এনামুল হক কালাই (২৬), মৃত অহেদ আলী সর্দারের ছেলে রহমত আলী সর্দার (২৯)।
বেনাপোল পোর্ট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এনটি