ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
কুড়িগ্রামে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম: চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে বেইজিং কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পর্যালোচনা, চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে নাগরিক সমাজের সম্পৃক্ততা বিষয়ে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।  

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সহ-সভাপতি বীথি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সুব্রতা রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

জাতিসংঘের নারীর মর্যাদা বিষয়ক কমিশনের বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হবে ২০২০ সালে। সেই সময় চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ২৫ বছর পূর্তি পালন করা হবে। নারী সম্মেলনে বাংলাদেশে বেইজিং কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পর্যালোচনা, চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে নাগরিক সমাজের সম্পৃক্ততা বিষয়ক সংলাপ বৈঠকের জন্য এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এফইএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।