শুক্রবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে উল্লেখ করা হয়, ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পাঠানো অভিনন্দন বার্তায় ড. মোমেন বলেছেন, সৌদির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে।
বাংলাদেশ-সৌদি আরব গত কয়েক দশক ধরে সম্পর্ক উপভোগ করছে। এই সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছেছে। ফারহানের নেতৃত্বে দু’দেশের মধ্যে ঐতিহাসিক ভ্রাতৃত্ববোধের সম্পর্ক আরও গভীর হবে বলেও প্রত্যাশা করেছেন ড. মোমেন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
টিআর/টিএ