শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এদিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আকিকুল হোগলা ইউনিয়নের ভিকুনীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পারভেজ উজ্জামান নামে এক শিক্ষার্থীর পরীক্ষা দিয়ে দিচ্ছিলেন।
পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রক্সি দিতে আসা আকিকুলকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করা হয়। তারপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানে তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
কিন্তু আকিকুল জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাকে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আরএ