ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের সাত দিন পর সড়ক দুর্ঘটনায় এনায়েত হোসেন সুজন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন চর ফকিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ির অজি উল্যাহর ছেলে।

গত ১৮ অক্টোবর (শুক্রবার) তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে স্থানীয় চাপরাশিরহাট বাজারে যাচ্ছিলেন সুজন। পথে মোল্লার দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।   

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।