শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন চর ফকিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ির অজি উল্যাহর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে স্থানীয় চাপরাশিরহাট বাজারে যাচ্ছিলেন সুজন। পথে মোল্লার দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আরএ