শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকেই বরিশালে শুরু হয় টানা বর্ষণ। ফলে সারাদিনই নগরের রাস্তাঘাট ছিল ফাঁকা।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শওকত জাহান গাজী বাংলানিউজকে জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অংশে লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বাতাসের তেমন বেগ ছিল না।
এছাড়া আগামী দুইদিনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমএস/এসএ