ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার হোসেনের ছেলে হাসানুজ্জামান ও একই গ্রামের রওশন আলীর ছেলে রাশেদুল ইসলাম।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে মাগুরা থেকে ঝিনাইদহ শহরে আসছিলেন হাসানুজ্জামান ও রাশেদুল ইসলাম। পথে শহরের তাজ ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়েন। এসময় ঘটনাস্থলেই হাসানুজ্জামান ও রাশেদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯/আপডেট: ২০০০ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।