ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘নারী নির্যাতনে কোনো ছাড় নেই, নুসরাতের বিচার দৃষ্টান্ত’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
‘নারী নির্যাতনে কোনো ছাড় নেই, নুসরাতের বিচার দৃষ্টান্ত’ অনুষ্ঠা‌নে মহিলা ও শিশু বিষয়ক প্র‌তিমন্ত্রী ফজিলাতুন নেছা: ছবি: বাংলানিউজ

ঢাকা: নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ম‌হিলা ও শিশু বিষয়ক প্র‌তিমন্ত্রী ফজিলাতুন নেছা।

তিনি বলেছেন, বাংলাদেশে হত্যা, নির্যাতন করে কেউ পার পাবে না। ‌নুসরাত জাহান রা‌ফি হত্যা মামলার রা‌য়ের মধ্য দি‌য়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হ‌য়ে‌ছে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন মামলার বিচা‌রের ক্ষে‌ত্রে এ রায় উজ্জ্বল দৃষ্টান্ত হ‌য়ে থাক‌বে। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে মামলাটির বিচার সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বাংলা একা‌ডেমি মিলনায়ত‌নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলা‌দেশ আ‌য়ো‌জিত ‘মে‌য়ে আ‌মি সমা‌নে সমান’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন  অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ কথা ব‌লেন।

অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলা‌দে‌শের কা‌ন্ট্রি ডি‌রেক্টর ওরলা মারফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ‌রোমা দত্ত ও চাইল্ড পার্লা‌মে‌ন্টের স্পিকার ম‌রিয়ম আক্তার জিম।

প্রতিমন্ত্রী বলেন, সরকার নারীর মানবিক ক্ষমতা ও অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি এবং মতপ্রকাশ ও উন্নয়নের সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে। ফলে বাংলাদেশ বিশ্বে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মেয়ে আমি সমানে সমান কর্মসূচি কন্যা শিশু ও যুব নারীদের ক্ষমতা, স্বাধীনতা ও প্রতিনিধিত্বের বিকাশে সাহায্য করবে। যা জেন্ডার সমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে।

তিনি বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে কন্যা শিশু ও যুব নারী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবে। তারা ঘরে, স্কুলে, কর্মক্ষেত্রে ও পাবলিক প্লেসে অধিকতর সুরক্ষিত থাকবে। এ রকম কর্মসূচি বিশ্বব্যাপী মেয়ে ও তরুণীদের ক্ষমতায়ন এবং উন্নয়নে সাহায্য করবে।

কন্যা শিশু ও যুব নারীদের সমান ক্ষমতা, সমান স্বাধীনতা ও সমান প্রতিনিধিত্ব  নিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বের ৭০টি দেশে একসঙ্গে ‘মেয়ে আমি সমানে সমান’ কর্মসূচি শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
জিসিজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।