ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে পলাশ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার একলাশপুর বাজার এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পলাশ একই উপজেলার মীর বাড়ির মুকবুল আহমদের ছেলে।

 

স্থানীয়রা জানান, বিকেলে পলাশবাড়ি থেকে বাজারে দিকে যাচ্ছিলেন পলাশ। পথে ভিআইপি সড়কে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পলাশকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ বাংলানিউজকে জানান, নিহত খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে তার প্রতিপক্ষের কোনো গ্রুপ তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্চে।  

পলাশের নামেও থানায় একাধিক মামলা রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।