শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮দিকে এ ঘটনা ঘটে। আহ্তাবস্থায় দু’জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিলে সকাল সাড়ে ১০টার দিকে ফারুকের মৃত্যু হয়।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, কামরাঙ্গীরচর হুজুরপাড়ার ৭ নম্বরে তার একটি বাড়ির নির্মাণ কাজ চলছিল। শনিবার সকালে নিচ থেকে রশি দিয়ে বেঁধে উপরে রড উঠানোর সময় বৈদ্যুতিক তারের সঙ্গে বাড়ি খেলে ওই দু’শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঢামেক হাসপাতালে ফারুকের মৃত্যু হয় ও আরেকজন চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এজেডএস/এএটি