শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার স্কয়ারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের আলামপুর এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
ইউসুফ আলী মোল্লার পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর সকালে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।
এরপর দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই রাতে তার মৃত্যু হয়।
ইউসুফ আলী মোল্লা কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের টানা তৃতীয় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএ