ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় মাদকদ্রব্যসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
শার্শায় মাদকদ্রব্যসহ আটক ৩

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও মদসহ তিন মাদকবিক্রেতাকে আটক করছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- একই উপজেলার টেংরালি গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মহিউদ্দিন, বেড়ে নারায়ণপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মফিজুর হক, কেষ্টপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে আয়ুব আলী।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াব, ৯৮ বোতল ফেনসিডিল ও আট বোতল বাংলা মদসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে বলেন, আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।