ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘কারা, কোথায়, কিভাবে দুর্নীতি করছে পুলিশকে জানান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
‘কারা, কোথায়, কিভাবে দুর্নীতি করছে পুলিশকে জানান’ বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

সিলেট: মাদক এবং দুর্নীতি সমাজের জন্য বড়ব্যাধি, দুটোই সমাজকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, দেশের যুব সমাজকে ধ্বংস করছে মাদক। দুর্নীতি ধ্বংস করছে দেশকে।

তাই কারা, কোথায়, কিভাবে দুর্নীতি করছে পুলিশকে জানানোর আহবান জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ এর ব্যবস্থা নেবে। আর পুলিশকেও তার পোশাকের প্রতি সঠিক ব্যবহারের নির্দেশনা দেন মন্ত্রী।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, বড় বড় দুর্নীতি হয়, মার খায় গরিব মানুষ। ভিটেমাটি বিক্রি করে তারা বিদেশে পাড়ি জমান। কিন্তু তাদের সবার ভাগ্যের পরিবর্তন হয় না।

বাংলাদেশ থেকে জাপানসহ বিভিন্ন দেশে লোকবল পাঠানোর কথা বলে কেউ টাকা চাইলে, তাদের কথা না শুনতে নিষেধ করেন মন্ত্রী। তিনি দালালচক্র সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে সবাইকে আহ্বান জানান। এছাড়া বিদেশ গমনকারী লোকজনকে সরকারের কোষাগার ছাড়া  কারো কাছে কোনো টাকা-পয়সা না দেওয়ার আহ্বান জানান।

তবে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সমাজে সম্প্রীতি বজায় রাখা পুলিশসহ সবার দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী পুরকায়স্থ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সিলেট জেলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, ডিআইজি কামরুল আহসান বিপিএম (বার), মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার তাহমিদুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, সিলেট জেলা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

এছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।