ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিশু বাঁধনের পাশে দাঁড়ানোর আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
শিশু বাঁধনের পাশে দাঁড়ানোর আহ্বান বাঁধন

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার মধ্য সুন্দরখাতা গ্রামের ডাংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বাঁধন ইসলামকে ঢাকা ও ভারতের ভেলোরে চিকিৎসা করাতে হচ্ছে।

তার বাবা আরিফুল ইসলাম পেশায় একজন বাবুর্চি। তার বাবার পক্ষে চিকিৎসার এত ব্যয়ভার বহন করা সম্ভব না।

তিনি সন্তানের চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তার বাবা জানান, বাঁধন ভারতের দার্জিলিং জেলার শিলিগুড়িতে অবস্থিত আনন্দলোক হাসপাতালের চিকিৎসক বিশাল গোলের অধীনে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক তার কিডনি প্রতিস্থাপনের কথা বলেছেন।

তিনি বলেছেন আমার দৈন্যদশায় তিনি (চিকিৎসক) সহানুভুতিশীল হয়ে কিডনি দাতা যোগার করেছেন। এখন ওই কিডনি প্রতিস্থাপনে খরচ হবে তিন লাখ টাকা। যা যোগান দেওয়া আমার পক্ষে দুসাধ্য ব্যাপার।

সহায়তা পাঠানোর ঠিকানা: আরিফুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-১৩৮৮৪ রূপালী ব্যাংক, ডিমলা শাখা, নীলফামারী। এছাড়া দু’টি বিকাশ নম্বরেও পাঠানো যাবে নম্বর দুটি ০১৭৭৩০৭৮৮৩৮, ০১৩০৮৬৮০৬০৮।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।