ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৪ কারখানাকে ৬৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
গাজীপুরে ৪ কারখানাকে ৬৪ লাখ টাকা জরিমানা

গাজীপুর: প‌রিবেশ দূষ‌ণ ও ক্ষ‌তির অপরাধে গাজীপুরের টঙ্গীর বি‌সিক এলাকায় অ‌ভিযান চা‌লিয়ে চার‌টি কারখানাকে ৬৪ লাখ ৪৫ হাজার ৪২৫ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া আরো চারটি কারখানার বিদ্যুৎসংযোগ বি‌চ্ছিন্ন করে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত প‌রিবেশ অ‌ধিদপ্তরের ম‌নিট‌রিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার প‌রিচালক রু‌বিনা ফেরদৌসী এ অ‌ভিযান প‌রিচালনা করেন।

প‌রিবেশ অ‌ধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর বি‌সিক এলাকায় প‌রিবেশ দূষণবিরোধী অ‌ভিযান প‌রিচালনা করে প‌রিবেশ অ‌ধিদপ্তর।

এসময় কারখানার তরল বর্জ্য নির্গত করে প‌রিবেশ দূষ‌ণ ও ক্ষ‌তি সাধনের অপরাধে রা‌শিক টেক্সটাইল মিলসকে ৫৮ লাখ ২৫ হাজার ৭৬০ টাকা, আশা নি‌টিং ইন্ডা‌স্ট্রিজকে ১ লাখ টাকা, কাশ‌ফি প্রি‌ন্টিং লি‌মিটেডকে ২ লাখ ৬২ হাজার ৪০০ টাকা ও ফাইজা বাটন অ্যান্ড জিপার লি‌মিটেডকে ২ লাখ ৫৭ হাজার ২৬৫ টাকা জরিমানা করা হয়। একইসময় মানব স্বাস্থ্যের জন্য ক্ষ‌তিকর দূষক পদার্থ বায়ুতে ছ‌ড়িয়ে জন স্বাস্থ্যের ক্ষ‌তির অপরাধে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালানা করে ফাইজা বাটন অ্যান্ড জিপার লি‌মিটেডকে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

এছাড়া ম‌দিনা ওয়া‌শিং অ্যান্ড ডাইং, পার‌মিতা ফ্যাশন লি‌মিটেড, সিমটেক্স ফি‌নি‌সিং মিলস লি‌মিটেড ও রেড ব্লু  ফ্যাশন কারখানার বিদ্যুৎসংযোগ বি‌চ্ছিন্ন করে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানকালে উপ‌স্থিত ছিলেন- প‌রিবেশ অ‌ধিদপ্তরের নির্বাহী ম্যা‌জিস্ট্রেট মো. মাকছুদুল ইসলাম, উপ-প‌রিচালক আব্দুল্লাহ আল মামুন, সহকারী প‌রিচালক সালমান চৌধুরী, প‌রিদর্শক মির্জা আসাদুল কিব‌রিয়া।  

এছাড়া প‌রিবেশ অ‌ধিদপ্ত‌র গাজীপুর জেলা কার্যালয়ের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসার্চ অ‌ফিসার মো. আশরাফ উ‌দ্দিন, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তারসহ র‌্যাব, পু‌লিশ ও ডেসকো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প‌রিবেশ অ‌ধিদপ্তরের ম‌নিট‌রিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার প‌রিচালক রু‌বিনা ফেরদৌসী জানান, গাজীপুর জেলায় দূষণবিরোধী এ ধরনের অ‌ভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।