ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানি-নাতিসহ ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানি-নাতিসহ ৩ জনের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানি-নাতিসহ তিন জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ওই গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম (৪৫), তার নাতি মিথিলা (৯) ও প্রতিবেশীর মেয়ে শিউলী (১১)।

শামীম শেখ নামে নিহতদের এক প্রতিবেশী বাংলানিউজকে জানান, বিকেলে নানি-নাতিসহ ওই তিন জন বাড়ির পাশে পুকুরে গোসল করছিলেন। এসময় পুকুরের পাড়ে এক ব্যক্তি একটি গাছ কাটছিলেন। কাটা গাছটি বৈদ্যুতিক তারের ওপর পড়লে তারটি ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই তিন জনের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।