ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি সোপান, সম্পাদক মিজু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি সোপান, সম্পাদক মিজু

ঢাকা: আগামী ২ বছরের জন্য বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের ৪১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হিসেবে এস এম আশেক উল্লাহ সোপান এবং সাধারন সম্পাদক হিসেবে মাহাবুব আলম মিজু নির্বাচিত হন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশলা মিলনায়তনে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের অষ্টম বর্ষপূর্তি ও তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।   

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ।

এছাড়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রেমোটেক্স গ্রপের ব্যবস্থাপনা পরিচালক জনাব কামাল উদ্দিন।

এ সময় প্রতিমন্ত্রী কে এম খালেদ বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নব ঘোষিত কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের উত্তোরত্তর সাফল্য কামনা করেন। সেই সাথে তিনি আগামী দিনে স্টুডেন্ট কাউন্সিলের সকল ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবধরনের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এরপর তিনি কেক কেটে সংগঠনের অষ্টম বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন।  

সবশেষে, সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নাচ, গান সহ বিভিন্ন আয়োজনের সতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের অষ্টম বর্ষপূর্তিকে পালন করে।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।