ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
কালিগঞ্জে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাটাখালী এলাকায় ফাঁকা গুলি করে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলি ও দু’টি গুলির খোসা জব্দ করেছে।

 

সূত্র জানায়, জেলার শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদিপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম এবং কাস্টমার কেয়ার কর্মকর্তা মিথুন বৃহস্পতিবার দুপুরের দিকে সাতক্ষীরার একটি ব্যাংক থেকে বিকাশের ২৬ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে করে শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। পথে কাটাখালী এলাকায় মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী এসে পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি করে এবং ২৬ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি ও দু’টি গুলির খোসা জব্দ করা হয়। ছিনতাইয়ে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।