ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে ফকরুল ইসলাম ওরফে মাসুদ (৬২) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (০১ নভেম্বর) সকালে সদর উপজেলার শ্রীরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ফকরুল একই গ্রামের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফকরুলকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাগুরা সদর আদালতে সিআর মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।