শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে সাভারের খাগানের ব্র্যাক সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনের সম্মেলনে দেশের পাচঁটি জেলার (কুষ্টিয়া, ঝিনাইদহ, নওগাঁ, গাইবান্ধা ও কিশোরগঞ্জ) ২০টি বিদ্যালয় এবং সাভারের ১০টি বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
এছাড়াও সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মহাসচিব তাহমিনা রহমান ও জনপ্রিয় নাট্য অভিনেত্রী বন্যা মির্জা।
এ কার্যক্রম মূল উদ্দেশ্য হলো- প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবধিকার, আইন ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করা। বাউল সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত রাখা। নেতৃত্ব বিকাশ সাধন করা।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এনটি