ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জেনেভা যাচ্ছেন শ্রম প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
জেনেভা যাচ্ছেন শ্রম প্রতিমন্ত্রী ম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান

ঢাকা: আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র ৩৩৭তম গভর্নিং বডির সভায় যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

শুক্রবার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

গভর্নিং বডির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে শ্রম প্রতিমন্ত্রী ৫ নভেম্বর আইএলও’র সারা বিশ্বব্যাপী শোভন কর্ম-পরিবেশ কর্মসূচি বাস্তাবায়নের মধ্যমেয়াদী প্রতিবেদন উপস্থাপন সেশনে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন তিনি।

শ্রম প্রতিমন্ত্রী ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। গভর্নিং বডির সভায় সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় স্থায়ী মিশনের প্রতিনিধি এম শামীম আহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজমসহ পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।

২৮ অক্টোবর শুরু হওয়া গভর্নিং বডির এ সভা আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এবং ৮ নভেম্বর শ্রম প্রতিমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।