শুক্রবার (০১ নভেম্বর) বিকেল ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে উপজেলার শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার আরোবপুর ইউনিয়নের পোলেরহাট গ্রামের আনারুল ইসলামের ছেলে আরিফুজ্জামান লিটন (২২) ও একই গ্রামের হান্নান শেখের ছেলে তুহিন শেখ (২৭)।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, যশোর থেকে চারটি মোটরসাইকেলে ৮ বন্ধু মোংলা বন্দর ঘুরে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। আমরা নিহতদের মরদেহ উদ্ধার করে কাটাখালি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে দুই আরোহী মোটরসাইকেলে করে মোংলা থেকে খুলনার দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, গরুবাহী পিকআপ ভ্যনটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
আরএ