শুক্রবার (০১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, এলিস ওয়েলস ১-৭ নভেম্বর বাংলাদেশ ও থাইল্যান্ড সফর করবেন।
সূত্র জানায়, ঢাকা সফরকালে এলিস ওয়েলস পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। সফর শেষে তিনি ৭ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
টিআর/জেডএস