ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাতিকে মাদকমুক্ত করতে যুবকদের ক্রীড়াপ্রেমী হতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
 জাতিকে মাদকমুক্ত করতে যুবকদের ক্রীড়াপ্রেমী হতে হবে

পিরোজপুর: একটি জাতিকে মাদকমুক্ত করতে যুব সমাজকে ক্রীড়াপ্রেমী হতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে মন্ত্রী জেলা স্টেডিয়ামে পিরোজপুর পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী।

তিনি জাতিকে মাদকমুক্ত করতে নতুন করে পদক্ষেপ গ্রহণ করছেন। তাই মাদকসেবী যে হোক তাকে আটক করছেন।  

এ সময় মন্ত্রী আরও বলেন, জাতিকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এক সঙ্গে এগিয়ে আসতে হবে।  

শিশু-কিশোর যুবকদের মাদক থেকে দৃষ্টি ফেরাতে পিরোজপুর জেলা পুলিশ হায়াতুল ইসলাম খানের আয়োজনে ৭ উপজেলার সাতটি এবং পুলিশের ১টি টিম নিয়ে মোট ৮টি টিমের নক-আউট পদ্ধতিতে এ ফুটবল টুর্নমেন্টের অংশগ্রহণ করে।  

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, পুলিশের বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি একেএম এহসানুল্লাহ, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।

ফাইনাল খেলায় মঠবাড়িয়া উপজেলা একাদশকে ৩-২ গোলে পরাজিত করে পিরোজপুর সদর উপজেলা একাদশ জয় লাভ করে। খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১ লাখ ৫০ হাজার টাকা সম্মানি ও রানার্স আপ দলকে ট্রফি ও ১ লাখ টাকা সম্মানি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।