ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়নের বিপক্ষে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
উন্নয়নের বিপক্ষে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু সকল উন্নয়নের  বিপক্ষে ষড়যন্ত্র চলে। দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় তাহলে আমাদের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। নদী খনন, স্কুল-কলেজ, রাস্তাঘাট, পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দরের কাজগুলো বন্ধ হয়ে যাবে। এর বিপক্ষে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সবাই মিলে কাজ করলে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।

শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের ধলেশ্বরী নদী পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে ধলেশ্বরী নদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, নদী আমাদের জাতীয় সম্পদ, এটি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।

দেশের অধিকাংশ নদী আজ মৃত প্রায়। আমরা নিজেরাই খাল-বিল, নদী ভরাট করে ফেলেছি। নদীর প্রবাহ না থাকায়  জীববৈচিত্র্যে মারাত্মক প্রভাব পড়েছে।  

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর প্রাণ ফেরাতে ৬৪ জেলায় ছোট বড় নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের কাজ হাতে নিয়েছেন। নদী খননের পর জীববৈচিত্র্যে যেমন স্বাভাবিক হবে তেমনি পরিবেশের ভারসাম্য ফিরে আসবে। নদী খননে সকলের সহযোগিতা কামনা করছি। ’

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা জাগীর এলাকায় ৭৫ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ধলেশ্বরী নদীতে সাড়ে ৪৫ কিলোমিটার নদী খনন কাজের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, স্থানীয় জাগীর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ঠিকাদার ইমরুল হোসেন প্রমুখ।

এর  আগে এদিন দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চবিদ্যালয়ে তিন কোটি টাকা ব্যয়ে নতুন চার তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বিকেলে ৭০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার জাগীর দিঘুলীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৩ লাখ টাকা ব্যয়ে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আটিগ্রাম-ফাঁড়ির চর পাকা সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।