শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে রূপাতলী সোনারগাঁও টেক্সটাইল শাখা এবং নথুল্লাবাদ শাখার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় রূপাতলী সোনারগাঁও টেক্সটাইল শাখা চ্যাম্পিয়ন এবং নথুল্লাবাদ শাখা রানার আপ হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
সেসময় উপস্থিত ছিলেন বরিশালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহম্মদ আব্দুর রকিব, বরিশাল আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. ওসমান গনি, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমদ, বরিশাল সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মজিবর রহমান, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে আজাদ, প্রকৌশলী হারুন-অর-রশিদ বিশ্বাস, সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মোল্লা প্রমুখ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রূপাতলী সোনারগাঁও টেক্সটাইল শাখার মো. মিন্টু, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন নথুল্লাবাদ শাখার মো. সোহেল, সেরা গোলদাতা নির্বাচিত হন আলেকান্দা শাখার মো. হাসান।
বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমএস/জেআইএম