সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপর ২টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকা এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
বাংলানিউজকে আল-আমিন জানান, মিষ্টি ও মিষ্টিজাত খাবারে পোকা থাকা, দই রাখার পাত্রে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য না লেখা, পোড়া তেল দিয়ে খাদ্যপণ্য তৈরি করার অপরাধে শহরের কলেজ রোডের স্বাদ মিষ্টি নামে দোকানকে পাঁচ হাজার ও রেবতী হোটেলকে এক হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করার দায়ে পৌর জোড়াপুলের পাশে মাতৃসেবা ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসআরএস