ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বিজয় ফুল উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
কিশোরগঞ্জে বিজয় ফুল উৎসব

কিশোরগঞ্জ: নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশে উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসব অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজন করে।

এর আগে, উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উৎসবে জেলার ১৩টি উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় সবুজ জমিনে সাদা রঙের ম্যাটেরিয়ালে ছয়টি পাঁপড়ি ও একটি কলি সহযোগে বিজয় ফুল শাপলা তৈরি করে শিক্ষার্থীরা। ফুলের ছয়টি পাঁপড়ি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা এবং একটি কলি তার ৭ মার্চের ভাষণকে স্মরণ করাবে। ফুল তৈরিতে ব্যবহার করা হয় কাগজ, কাপড় ও প্লাস্টিকশিট।  

উৎসবে বিজয় ফুল তৈরি ছাড়াও গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, জাতীয় সংগীত ও দেশাত্মাবোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় কিশোরগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে দুপুরের দিকে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তলে দেন। বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।