ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত: বরিশালে প্রতিবাদ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
ছাত্রলীগের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত: বরিশালে প্রতিবাদ সভা

ব‌রিশাল: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদের ওপর সন্ত্রাসী হামলা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক কর্মচারীদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- প্রকৌশলী মো. আব্দুর রকিব, রেজাউল বাহার, ইউসুফ আলী, মামুনুর রশীদসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।

আরও পড়ুন>> অধ্যক্ষকে পুকুরে ফেলে দিলো ছাত্রলীগ!

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাজশাহীতে যে ঘটনা ঘটানো হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপশি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ছাত্র হতে পারে না। এরা সন্ত্রাসী।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।