ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রাম থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ মিন্টু মোল্লা (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। মিন্টু বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের আকুব্বারের ছেলে।

বিজিবি-৪৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদে বিকেলে বেনাপোল ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিলসহ মিন্টুকে আটক করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।