সোমবার (৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম এ দণ্ড দেন।
জানা গেছে, সোমবার পরীক্ষা চলাকালে নগরীর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সামনে ইংরেজি প্রশ্নপত্রসহ মিরাজ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশ।
মিরাজ লোহানীপাড়া ইউনিয়নের মলেরহাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি জানান, প্রশ্নপত্রটি তিথি নামে এক পরীক্ষার্থীর বাবা তার হাতে দিয়েছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম বাংলানিউজকে বলেন, কে প্রশ্নপত্র বাইরে সরবরাহ করেছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও ক্লু পাওয়া গেছে। কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১০৬ নম্বর কক্ষে নির্ধারিত প্রশ্নপত্রের একটি কম ছিল। ধারণা করা হচ্ছে, পরীক্ষা শুরুর আগেই ওই প্রশ্নপত্রটি কেউ সরিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছে।
এদিকে, তিথি নামে যে শিক্ষার্থীর নাম এসেছে, তিনি ১০২ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
কেএসডি/