ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হয়রানি ছাড়াই ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন জমির মালিকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
হয়রানি ছাড়াই ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন জমির মালিকরা অধিগ্রহণকৃত জমির মালিকদের চেক দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকরা কোনো প্রকার হয়রানি ছাড়াই তাদের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন। 

সোমবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. জিকে সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আলিমুজ্জামান মিলন, সাংবাদিক বাবুল সরদার প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে আরএ উপস্থিত ছিলেন- বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, আমি বাগেরহাটে আসার পরে ভূমি অধিগ্রহণের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর শুরু করেছি। তার ধারাবাহিকতায় ১২৯টি চেকের মাধ্যমে আমরা ৬ কোটি ৬১ লাখ, ৯ হাজার ৮৮০ টাকা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের হস্তান্তর করেছি। এর আগে তিনটি ধাপে আমরা ১১ কোটি, ১০ লাখ ৫৩ হাজার ৩৮৯ টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেছি। খানজাহান আলী বিমান বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ৬৫ শতাংশ টাকা আমরা পরিশোধ করেছি।  

তিনি আরও বলেন, এরপর থেকে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের অনলাইনের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা,  নভেম্বর ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।