ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার সময় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মনীষা বর্মণ অথৈ (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন গালিব (২৩) নামে তার এক বন্ধু।

সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফ্লাইওভারের চানখাঁরপুল ঢালে এ দুর্ঘটনা ঘটে।  

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গালিব ও অথৈকে হাসপাতালে নিয়ে আসা হয়।

পরে চিকিৎসকেরা অথৈকে সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন। আর গালিব চিকিৎসাধীন।  

অথৈ-গালিবেকে হাসপাতালে নিয়ে তাদের বন্ধু রাব্বি জানান, গালিব ও অথৈর বাসা গেণ্ডারিয়া। অথৈ ঢাকা মহানগর মহিলা কলেজে সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী। আর গালিব কয়েকবছর আগে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইএসসি পাস করেছে। সন্ধ্যায় তারা দু’জন মোটরসাইকেলে চানখাঁরপুল দিয়ে ফ্লাইওভারে উঠছিলো।  

ওই সময় ফ্লাইওভারের ঢালে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়ে। তখন ঠিকানা পরিবহনের একটি বাস অথৈর দুই পায়ের ওপর উঠে যায়।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাদের দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক অথৈকে মৃত ঘোষণা করেন।  

রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়:  ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।