ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গলাচিপায় আগুনে  ১৫ দোকান, ৩ ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
গলাচিপায় আগুনে  ১৫ দোকান, ৩ ঘর পুড়ে ছাই

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ও ৪টি বসতবাড়ি পুড়ে গেছে। পটুয়াখালী সদর ও আমতলী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (০৪ নভেম্বর) বিকেলে উপজেলার বাদুরা বাজারে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্যাটারি চার্জারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

 এরপর একে একে মোজাম্মেল হাওলাদারের ফার্মেসি, শাহজালালের ফার্মেসি, সনাতন কর্মকারের সোনার দোকান, লতিফার চায়ের দোকান, রশিদ হাওলাদারের মুরগির দোকান, জয়দেব স্বর্ণকারের স্বর্ণের দোকান, মিরাজের কাপড়ের দোকান, মিন্টু বণিকের মুদি মনোহারি দোকান, গিয়াস উদ্দিনের ফার্মেসি, গোকুলের ইলেকট্রিক দোকান, রব শিকদারের ল্যাপটপের দোকান, আলাউদ্দিনের ফার্মেসিসহ  আরও তিনটি দোকান ও তিনটি বসতবাড়ি পুড়ে যায়।

পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পটুয়াখালী ও আমতলী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ১৫টি দোকান ও ৩টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যাওয়ায় আরও ২ কোটি টাকার সম্পদ রক্ষা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।