ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাঘারপাড়ায় কিশোরীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
বাঘারপাড়ায় কিশোরীর মরদেহ উদ্ধার

যশোর: যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গুড়া বাজারের দক্ষিণ-পূর্ব পাশের মাছের ঘেরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ওই কিশোরীর পরনে ছিল গোলাপি রংয়ের ওপর কালো ফুল দেওয়া সালোয়ার কামিজ।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার (৩ নভেম্বর) রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যা করে তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর রহস্য উদঘাটিত হবে।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
ইউজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।