ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে পণ্য ডিস্ট্রিবিউটরকে হাতুড়িপেটা করে টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
শরীয়তপুরে পণ্য ডিস্ট্রিবিউটরকে হাতুড়িপেটা করে টাকা ছিনতাই

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলায় রফিক খান (৩০) নামে এক খাদ্যপণ্যের এক ডিস্ট্রিবিউটরকে হাতুড়িপেটা করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (৪ নভেম্বর) রাতে সদর উপজেলার শরীয়তপুর-মাদারীপুর সড়কের হিন্দুপাড়া স্কুল সংলগ্ন ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

এক পথচারী রফিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তার মাথায় ১৫-২০টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।  

রফিক সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর গ্রামের ইব্রাহীম খানের ছেলে। তিনি একটি কোম্পানির খাদ্যপণ্যের ডিস্ট্রিবিউটর ও আরেকটি কোম্পানির সেলসম্যান।  

নিজের ভ্যানে করে রফিক প্রতিদিন টমেটো সস, চিফ, চানাচুর, মটরভাজাসহ বিভিন্ন খাদ্যপণ্য আংগারিয়া বাজার, মনোহর বাজার, টেকেরহাটসহ বিভিন্ন এলাকার দোকানে বিক্রি করেন।  

রফিক বাংলানিউজকে বলেন, আংগারিয়া বাজারে পণ্য বেচে রাত সাড়ে ৮টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলাম। হিন্দুপাড়া স্কুল সংলগ্ন ব্রিজের ওপর পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অপরিচিত তিন ব্যক্তি আমার গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে বলে একজন আমার ভ্যানে করে টেকেরহাট পর্যন্ত যেতে চায়। এতে আমি রাজি হলে তাদের একজন ভ্যানে উঠেই পিছন থেকে হাতুড়ি দিয়ে আমার মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে আমি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে গেলে তারা আমার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল চালিয়ে আংগারিয়া বাজারের দিকে চলে যায়। ব্যাগের মধ্যে প্রায় ত্রিশ হাজার টাকা ছিলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নছিমন চালক আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।  

পালং মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় এসে অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৫৩৫, নভেম্বর ০৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।